Climate Awareness Campaign Volunteer Opportunity

☘️ Volunteering Opportunity for HSC and Undergrad 1st Year and 2nd Year Students ☘️




গোটা বিশ্বই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির দিকে ছুটছে। উন্নত থেকে উন্নততর দেশের তকমা পাওয়ার আকাঙ্ক্ষায় অগ্রাধিকার দিতে ভুলে যাচ্ছে বৈশ্বিক জলবায়ুকে। আর আমাদের অজ্ঞতার ফলাফল অর্থাৎ জলবায়ু পরিবর্তন তো আমরা সচক্ষে দেখতেই পাচ্ছি। একসময়ের বরফে ঢাকা অঞ্চলগুলো বরফশূন্য হয়ে পড়েছে, বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে, পানি দূষিত হয়ে রঙ পরিবর্তন করছে, বৈশ্বিক তাপমাত্রা দ্রুতগতিতে বাড়ছে আর শহুরে বাতাসে তো শ্বাস নেওয়াই এখন দুষ্কর!

এই চরম বিপর্যয়কে ঠেকাতে আমাদের রুখে দাঁড়াতে হবে এখনি, নষ্ট করার মতো ন্যূনতম সময় আমাদের হাতে নেই।  তাই "CLIMATE AWARENESS CAMPAIGN” এর জন্য Project WE খুঁজছে পরিবেশ এবং জলবায়ু সম্পর্কে সচেতন কিছু তরুণ-তরুণীকে যাদের হাত ধরে পরিবর্তন আসবে, যাদের সহযোগীতায় পৃথিবী ধীরে ধীরে নিজের ক্ষতগুলো সারিয়ে তুলতে পারবে।

এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার মাধ্যমে ভলান্টিয়াররা যেভাবে উপকৃত হবেঃ

- নেটওয়ার্কিংয়ের বিস্তর সুযোগ পাবে
- নেতৃত্ব চর্চার সুযোগ থাকবে
- কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করার অভিজ্ঞতা হবে
- পরিবেশ ও জলবায়ু সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়বে
- সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে
- প্রতিমাসের "বেস্ট ভলান্টিয়ার" এর জন্য থাকবে রিকগনিশন এবং উপহার
- ক্যাম্পেইন শেষে শীর্ষ ৩ ভলান্টিয়ারের জন্য থাকবে সনদপত্র এবং সুভেনির 

তাই দেরি না করে পৃথিবীকে সুরক্ষিত রাখার এই অভিযানে তুমিও যুক্ত হও আমাদের সাথে!

রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/ueyLC8KrMWQMdu59A

Post a Comment

Previous Post Next Post