Deprived Welfare Foundation (DWF) এর পক্ষ থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতা- ২০২১

Deprived Welfare Foundation (DWF) এর পক্ষ থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতা- ২০২১ শুরু হয়েছে।




কুইজের তারিখ: ৭মে, ২৪ রমাদান, শুক্রবার।

সময়: দুপুর ২:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।


প্রতিযোগিতার নিয়মাবলী:
১. কুইজ প্রতিযোগিতাটি অনলাইনে উল্লেখিত নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
২. স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ কর্মজীবী (সাধারণ ব্যক্তিবর্গ) মানুষ অংশগ্রহণ করতে পারবে। সকলের জন্য উন্মুক্ত একটি আয়োজন।
৩. কুইজ প্রতিযোগিতাটির জন্য কোন নিবন্ধন ফি নেই।
৪. কুইজে অংশগ্রহণকারী আগ্রহী ব্যক্তিকে অনলাইনে প্রাথমিক নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধনের শেষ সময় ৬ মে, ২০২১। প্রাথমিক নিবন্ধন ব্যতীত কুইজে অংশগ্রহণ করা যাবেনা। (প্রাথমিক নিবন্ধন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হবে)

প্রাথমিক নিবন্ধনের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfgg63Be5lwEu6VHstLtvwdwAUFz138SUf3CqxvIDts1Z9xJQ/viewform

৫. একই ব্যক্তি একাধিক ই-মেইল আইডি দিয়ে একাধিক ফর্ম পূরণ করতে পারবেনা, প্রাথমিক নিবন্ধনে অংশগ্রহণকারী যে ই-মেইল আইডিটি প্রদান করবেন, কুইজ ফর্মে সেই ই-মেইল আইডিটি প্রদান করতে হবে।
৬. কুইজের জন্য দুপুর ২:০০ ঘটিকা হতে ৫:০০ ঘটিকার মধ্যে অংশগ্রহণকারীকে ফর্ম পূরণ করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারী কুইজ ফর্ম খোলার পর ১ ঘন্টা সময় পাবে।
৭. কুইজের জন্য সর্বমোট ১০০টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান ১ ও প্রত্যেক ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে।
৮. ১ম-২৩ম স্থান অর্জনকারী সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে।
৯. কুইজের ফলাফল ১০ মে, রাত ১০:০০ ঘটিকায় প্রকাশিত হবে।

কুইজের সিলেবাস:
১. ইসলাম
২. জাতীয় ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
৩. সাম্প্রতিক ঘটনাবলী।

প্রাইজমানি:
১ম স্থান অর্জনকারী- ৩০০০ টাকা ও ক্রেস্ট
২য় স্থান অর্জনকারী- ২০০০ টাকা ও ক্রেস্ট
৩য় স্থান অর্জনকারী- ১৫০০ টাকা ও ক্রেস্ট
৪র্থ- ২৩ম স্থান অর্জনকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!
প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট (সনদ) প্রদান করা হবে।
১ম-৫০তম স্থান অর্জনকারীর ক্রমানুসারে তালিকা প্রকাশ করা হবে।

বিশেষ দ্রষ্টব্য:
১. প্রাথমিক নিবন্ধন ফর্মে অসম্পূর্ণ অথবা ভুল তথ্য দেওয়া যাবেনা। ফর্মটি সতর্কতার সাথে পূরনের অনুরোধ জানানো যাচ্ছে। কর্তৃপক্ষ উক্ত কারণে অংশগ্রহণকারীর নিবন্ধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
২. কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত বাতিল, পরিমার্জন ও পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
৩. কুইজ প্রতিযোগিতার সকল তথ্য/আপডেট তাদের পেইজ (Deprived Welfare Foundation) ও ইভেন্ট পেইজে পাওয়া যাবে।

যে কোন প্রয়োজনে: ০১৯৩৭০৭১৩৭০, ০১৯০৬১০২৫৯২
ই-মেইল: info.dwfbd@gmail.com



Post a Comment

Previous Post Next Post